সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৩-২০২৪ অর্থবছরে চলমান বাজার অভিযান কার্যক্রমে মোট ৯০টি অভিযান পরিচালনার মাধ্যমে ৩৪৫টি প্রতিষ্ঠানকে ১,৭৮৩,,৫০০/- টাকা জরিমানা করা হয় । ভোক্তা অধিকার সংরক্ষণ, ভোক্তা বিরোধী কায প্রতিরোধ, ভোক্তা ও ব্যবসায়ীর দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি জন্য লিফলেট, পাম্পলেট ও স্টিকার বিতরণ করা হয়। জেলা ভোক্তা অধিকার কমিটির মাসিক সভা নিয়মিত অনুষ্ঠিত হয়। ১৫ মার্চ ২০২৪ এ জেলা ও উপজেলা পর্যায়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুস্থিত হয়। এছাড়াও বিভিন্ন উপজেলা পরিদর্শন এবং ভোক্তা অধিকারের সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের মধ্যে সমন্বয় করা হচ্ছে। “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯” প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানির আয়োজন করা হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস